বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে বাসাবো খেলার মাঠে সুবিধাভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা- ৯ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ পূর্বক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। আরও বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আব্দুল বারী। থানা সেক্রেটারি মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম, থানা কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম, সবুজবাগের নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারিয়েট সদস্য হাসিবুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক ৫টি অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান থাকলেও স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরেও মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করেনি, করতে পারেনি। কারণ বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে দলীয় মতবাদে, নিজস্ব আইনে। আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের কাছে ধনী-গরিব, নারী-পুরুষ, ধর্মবর্ণ কিংবা জাতি-গোষ্ঠীর কোনো বৈষম্য নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে কেউ প্রাসাদে আবার কেউ রাস্তার পাশে মানুষকে রাত কাটাতে হচ্ছে। এভাবে সমাজের প্রতিটি স্তরে বৈষম্য বিদ্যমান। “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না”। বৈষম্যহীন একটি সুখি-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি ঢাকা-৯ আসনের স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

অপর দিকে গেন্ডারিয়া পশ্চিম থানার উদ্যোগে বুধবার রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ধূপখোলা মাঠে পাঁচ শতাধিক সুবিধাভোগীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার, ঢাকা-৬ সংসদীয় আসনের আসন কমিটির সদস্য সচিব রুহুল আমিনসহ থানা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।