বিএনপিকে পাশ কাটাতেই ইউনূস সরকার নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন শামসুজ্জামান দুদু। গতকাল শুক্রবার সকালে এক যুব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এই অভিযোগ করেন। তিনি বলেন, এই সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা(সরকার) কি চায় সেটাও আমরা বুঝি না।

সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না, এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোড ম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আপনাকে আগেও বলেছি, হাসিনাকে যখন তাঁড়াতে পেরেছি অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাঁড়ানো বাংলাদেশের মানুষের ‘ওয়ান-টু’র ব্যাপার।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতা-কর্মৗদের অবিলম্বে সন্ধানের দা্বেিত এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার রুটিন কাজ ছাড়া তারা কিছুই করতে পারবে না। বর্তমান প্রশাসনের ওপর দুইটা জিনিস ভর করেছে খুব বেশি করে, একটা হচ্ছে, ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো রকমের বাড়ি চলে যাওয়া। আরেকটা হচ্ছে, কোনো ফাইল যদি সামনে আসে সেই ফাইলটাকে বিলম্ব করে করে কোনো রকম নিজে এখান থেকে সরে গিয়ে আরেক জনের ঘাড়ে চাপিয়ে দেয়া.. এই কারণে সব কাজ স্থবির হয়ে গেছে। ‘

সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিন বিএনপির সদস্য আসিফ্ াসুলতানা রুমা প্রমূখ বক্তব্য রাখেন।