লক্ষ্মীপুরে লোহার রড দিয়ে পিটিয়ে মসজিদের ইমাম মাওলানা কাওসার হত্যা মামলার খুনিদের বাঁচাতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি আজ রোববার (১৫ জুন) বিকালে তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

ড. রেজাউল করিম বলেন, “লক্ষ্মীপুরে লোহার রড দিয়ে পিটিয়ে মসজিদের ইমাম মাওলানা কাওসার হত্যা মামলায় ১২ জন আসামির মাত্র একজন গ্রেফতার?

এ ঘটনায় গোটা জাতি বিস্মিত, ক্ষুব্ধ ও হতবাক!!’’

তিনি আরও বলেন, শহীদ পরিবার আজ নিরাপত্তাহীনতায়! খুনিদের বাঁচাতে চলছে নানামুখী ষড়যন্ত্র। অন্য কোন অসত্য বয়ান তৈরি করে খুনিদের আড়াল করা যাবে না।

অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, আল্লাহ তায়ালা শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন”