বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটিগোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫-১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গেছে। গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে এক সঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জিতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, বল্ক বাঁধ এগুলো আমরা করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এ সময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে।

সরকার গঠন করলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সংকট ‘নদীভাঙন’ রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তারেক রহমান বলেছেন, আধুনিক ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে এই দ্বীপ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে একে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের জীবনমান সহজ করতে আমরা “ফ্যামিলি কার্ড” ও “হেলথ কার্ড”সহ বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করব।

আজ ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারাভিযান করবেন তারেক রহমান : সিলেট-চট্টগ্রামের পর আজ মঙ্গলবার ময়মনসিংহ থেকে তৃতীয় দফায় নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার দলটির মিডিয়া সেল একথা জানিয়েছে।

আজ বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠ, ঢাকার আজমপুর ঈদগাহ মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

গত ২২ জানুয়ারি সিলেট থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী মিলে ৭টি জনসভায় বক্তব্য রাখেন। গত রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে জনসভা করার পর ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম খেলার মাঠ, সোয়াগাজীর ডিগবাজী মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের বালু মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।