কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ ১ কাজিপুরের মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম ১১ নভেম্বর তার নির্বাচনী এলাকা কাজিপুরের রতনকান্দি ও গান্ধাইল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। তার সাথে ছিলেন রতনকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন, সেক্রেটারি মোঃ ইসাহাক উদ্দিন মাস্টার, গান্ধাইল ইউনিয়নের সভাপতি মোঃ আবু আব্দুল্লাহ, সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ সাংবাদিক, জয়েন্ট সেক্রেটারি আসাদুল ইসলাম প্রমুখ। তিনি দিনব্যাপী রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া মহাবিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, সীমান্ত বাজার মহিলা মহাবিদ্যালয় এবং সীমান্ত বাজারের বাইরে দোকান ঘরের ভিতরে দোকানদারদের সাথে গণসংযোগ করেছেন এছাড়া গান্ধাইল ইউনিয়নের গান্ধাইলের কিছু অংশ ও গান্ধাইলের উত্তরের অংশে সীমান্ত বাজারে গণসংযোগ করেছেন। উক্ত গণ সংযোগে গান্ধাইল ইউনিয়নে ও রতনকান্দি ইউনিয়নের বহু নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
রাজনীতি
মাওলানা শাহীনুরের নির্বাচনি গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ ১ কাজিপুরের মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম ১১ নভেম্বর তার নির্বাচনী এলাকা কাজিপুরের রতনকান্দি ও গান্ধাইল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন।
Printed Edition