সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতুব্দী ইউনিয়নের চরনিমতলা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা একে.এম. ফখরুদ্দীন রাজী। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আব্দুস ছালাম, সেক্রেটারি মজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসাইন এবং সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া।

সভায় সভাপতিত্ব করেন লতুব্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নূর মোহাম্মদ সিরাজী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন।

অধ্যাপক মাওলানা একে.এম. ফখরুদ্দীন রাজী বলেন, আমরা এমন এক স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। দেশের সম্পদ বিদেশে পাচার না করে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়, তবে আমরা একটি ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব।”*

তিনি আরও বলেন, এবারের বিজয় হবে দাড়িপাল্লার বিজয়, এবারের বিজয় হবে জনগণের কল্যাণের বিজয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা চরনিমতলা এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফটলেট বিতরণ করেন। এতে উপস্থিত জনগণ আগাম নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান।