জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও মেট্রো সদর থানার আমীর সালাহউদ্দিন আইউবী বলেছেন, রমজান মাস ধনী-গরিবের ব্যবধান কমানোর এক অনন্য সুযোগ এনে দেয়। মহান আল্লাহ সমাজের আর্থিক বৈষম্য দূর করতে যাকাত ব্যবস্থাকে বাধ্যতামূলক করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এর কার্যকর বাস্তবায়ন না থাকায় দারিদ্র্যতা ও বৈষম্য লাঘবে কাঙ্ক্ষিত ফল আসছে না। জামায়াতে ইসলামী এই বৈষম্য দূর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"
কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষের কান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এক মাসের উপযোগী প্রায় ১,৫০০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা রমজানের পবিত্রতা ও সহমর্মিতার নিদর্শন বহন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও তামিরুল মিল্লাত টঙ্গীর সাবেক ভিপি খাইরুল আনাম, কাপাসিয়া উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল ফাত্তাহ। এছাড়াও টোক ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জিয়াউর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিকে দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিত, যেন তারা রমজানের আনন্দ সমভাবে ভাগ করে নিতে পারে।"
জামায়াতে ইসলামী কাপাসিয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। তারা এমন মানবিক উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেছেন।