পাথরঘাটা বরগুনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা-২ আসনের মনোনীত সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য ডা. সুলতান আহমেদের উদ্যোগে নির্বাচন জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সময় পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের ঈদগা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাসুদুল আলমের সভাপতিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি মো: শামীম আহসান, বেতাগী উপজেলা আমীর মো: সাইদুল ইসলাম সোহরাব, বামনা উপজেলা জামাতের আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
এ নির্বাচনী জনসভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরদোয়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোঃ নুরুজ্জামান আলমাস।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তে বেতাগীর কৃতিসন্তান ডা. সুলতান আহমেদকে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছেন।
জামায়াত প্রার্থীর গণসংযোগ
শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ -৩নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যডভোকেট ইয়াছিন খান শান্তিগঞ্জে গণসংযোগ করেছেন। বুধবার(১১ জুন)দুপুর ১২টা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ এর সভাপতিত্বে নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও বিনিময় শেষে শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক বাজার, গ্রাম, মুরাদপুর বাজার, লালুখালি গ্রাম, জীবদাড়া বাজার ও জয়নগর বাজারে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, দরগাপাশা ইউপি সভাপতি ডাঃ শামীম আহমদ, পূর্বপাগলা ইউপি সেক্রেটারি শিব্বির আহমদ, জয়কলস ইউপি সভাপতি ডাঃ সাইদুর রহমান, সেক্রেটারি মোঃ আলাউর রহমান, শিমুলবাঁক ইউপি সভাপতি এখলাছুর রহমান,সেক্রেটারি মহি উদ্দিন , পাথারিয়া ইউপি সেক্রেটারি আব্দুর রশিদ খান, শ্রমিকল্যাণ সভাপতি আজমল হুসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগন। প্রচারণা চলাকালে জামায়াত প্রার্থী এ্যাডভোকেট ইয়াছিন খান বলেন, স্বাধীনতার পর আপনারা সকল দলের শাসন ব্যবস্থা দেখেছেন। সেই শাসন ব্যবস্থায় মিলেনি অর্থনৈতিক মুক্তি, আসেনি জনগণের মত প্রকাশের স্বাধীনতা। তাই ন্যায় ও ইনসাফ ভিক্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে, দীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামীর সাথে থাকার আহ্বান জানাই। এ্যডভোকেট ইয়াছিন খান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা সংস্কার
হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ পৌরসভার সরুন্ডী তালতলা এলাকায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করলেন প্রায় এক কিলোমিটার ভাঙাচোরা সড়ক। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সরুন্ডী তালতলা এলাকায় ব্যতিক্রমী এমন চিত্র দেখা যায়। জমায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে সংগঠনের জনশক্তি ও এলাকাবাসীকে নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ করা হয়। রাজনৈতিক কর্মসূচির বাইরে এসে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানায়ে সংশ্লিষ্টরা জানান, নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ। মানিকগঞ্জ পৌর আমীর মোঃ হুমায়ুন কবীর জানান, র্দীঘদিন যাবৎ বড় সুরুন্ডি তালতলার এই রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপোযোগী ছিল। আমাদের জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।
তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে মানিকগঞ্জ পৌর এলাকার আরো বেশ কয়েকটি সড়ক জামায়াত কর্মীরা স্বেচ্ছা শ্রম দিয়ে মেরামত করে দিবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি ব্যবহারের অনুপোযোগী ছিল। আমাদের চলাফেরায় অনেক ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে রাতের বেলায় চলাফেরা করা খুবই কঠিন ছিল। জামায়াতে ইসলামীর লোকেরা এই রাস্তাটি মেরামত করে দেয়ায় এলাকবাসীরা খুবই উপকৃত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৪ ও ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আবু তালহাসহ পৌরএলাকার জামায়াতের শতাধিক নেতাকর্মী।
জামায়াতের গণসংযোগ
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে গণসংযোগ করেছেন।
বুধবার (১১ জুন) পৌর শহরের সুতি কাঙ্গাল দাস হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে মতবিনিময় করেন ও মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি (গোপালপুর -ভূঞাপুর)এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
মতবিনিময় সভায় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি ওসমান গনি, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমুর রহমান ও পৌর ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল প্রমুখ
শিক্ষা শিবির অনুষ্ঠিত
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: আমীরুল ইসলাম জয় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির সম্মেলন অনুষ্ঠিত ২০২৫ আজ বৃহস্পতিবার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
দিনব্যাপী চলা এই প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন কর্মপরিষদের সদস্য ডা: শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মাহফুজুর রহমান মুক্তা এবং ধোবাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুল হালিম মাস্টার ও সেক্রেটারি মাওলানা এরশাদুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ ।
ইউনুস সাহেব পথ হারিয়ে তারেক রহমানের সাথে দেখা করতে গেছেন - এডভোকেট ফজলুর রহমান
কিশোরগঞ্জ সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন “ইউনুস সাহেব যখন বাংলাদেশে সব পথ হারিয়ে ফেলেছেন, তখন উনি পথ ফিরে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাতের জন্য ১২ ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। ইউনুস সাহেব তারেক রহমান সাহেবের সাথে একটু কথা বলার সুযোগের আবেদন করেছেন।”
তিনি গতকাল ইটনা উপজেলার বড়ি বাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন
হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা উম্মে কুলসুম রেখা, আমিনুল ইসলাম রতন, এস এম কামাল হোসেন, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।