বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের জীবন-জীবিকার সুরক্ষার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
আজ ২৫ আগস্ট (সোমবার) কক্সবাজারের হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংলাপ ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগঃ টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সংলাপে তিনি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নির্যাতন, তাদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং চলমান সংকটের টেকসই সমাধান বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন।
রোববার (২৪ আগস্ট) থেকে তিন দিনের এ সংলাপ শুরু হয়েছে । প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করেন।