বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি বলেন নেতা যদি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট করে তাহলে কর্মীদের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট ঠেকানো যায় না। রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬ আসনের বংশাল উত্তর থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পূর্বক স্থানীয় সুরিটোলা স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, অতীতে বাংলাদেশ দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত নেতৃত্বকে ক্ষমতায় বসাতে হবে।

এসময় তিনি আরও বলেন, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজ সেবা মন্ত্রণালয় থাকলেও দেখা যায় মানুষের প্রয়োজনে সরকার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে না। সরকারের অনুপস্থিতিতে মানুষের বিপদে-আপদে সবার আগে, সবখানে জামায়াতে ইসলামী ছুঁটে যায় এবং যাবে। তিনি আরও বলেন, কোনো-কোনো রাজনৈতিক দলকে কেবল নির্বাচন আসলে জনগণের পাশে দেখা গেলেও পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুঁজতে হয় না, জামায়াতে ইসলামীর নেতাকর্মী সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী দুনিয়ার কোনো স্বার্থে মানুষের সেবা করে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের সেবা করে এবং করবে। মানবতার সেবায় আমরা জিজ্ঞাস করি না আপনি কোন দল করেন কিংবা কোন দলকে সমর্থন করেন অথবা আপনি কোন ধর্মে বিশ্বাসী। আমরা শুধু মানুষ হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকে মানবতার সেবা করে আসছি। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, আগামীতে ঢাকা-৬ আসনের জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আমরা মানুষের কল্যাণে আরো ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করবো। রাজধানীতে যেই গ্যাসের সমস্যা সেটি নিরসন করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে।

পুরান ঢাকা জলাবদ্ধতা ও সড়কে দীর্ঘ যানজট একটি অন্যতম সমস্যা পরিকল্পিত নগরায়নের মাধ্যমে পুরান ঢাকার জলবদ্ধতা ও যানজন স্থায়ীভাবে নিরসন করা হবে। ঢাকা-৬ সংসদীয় এলাকার চিত্র দেখলে মনে হয় স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছর এই আসনে কোনো এমপি ছিলেন না। যার কারণে এই আসনের কোনো এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঢাকা-৬ সংসদীয় এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আধুনিক উন্নত শহর হিসেবে ঢাকা-৬ এলাকাকে গড়ে তুলতে তিনি স্থানীয় জনসাধারণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। ৬ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি মো. নূরুল ইসলাম বুলবুল। (প্রেস বিজ্ঞপ্তি)