নিরস্ত্র ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ই এপ্রিল ২০২৫) দুপুর ৩টায় গাজীপুর মহানগরের শিববাড়ী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
শহর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় সময় বক্তৃতা করেন বিএনপি নেতা ডক্টর শহিদউজ্জামান আফজাল হোসেন কায়সার, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জিএস সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, বশির আহমেদ বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন, ইদ্রিস আলী সরকার, তানভীর আহমেদ, মনিরুল ইসলাম মনির, গাসিকের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, শফিউদ্দিন শফি, ছবদের হাসান, শাহিন আলম, সাজেদুল ইসলাম, শাহাদাত হোসেন শাহিন, রোকনুজ্জামান সরকার উজ্জ্বল, সাজ্জাদুর রহমান মামুন, আতাউর রহমান, তাজউদ্দিন তাজু, মাহমুদুল হাসান মিরন প্রমুখ।
মিছিলটি শিববাড়ী যাত্রী ছাউনি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানারে “STOP BOMBING GAZA”, “FREE PALESTINE” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেখা যায়।
বক্তারা ইসরায়েলি বাহিনীর নিরীহ ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, “গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং থাকবো।”