আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ১৮ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় উদ্যান পরিদর্শনকালে তারা এ মন্তব্য করেন।
এসময় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে পরিদর্শন টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব ইয়াসিন আরাফাত ও ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার প্রমুখ।
উদ্যান পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল-হামদুলিল্লাহ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল্লাহ তায়ালার নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন আমাদের জাতীয় সমাবেশ যথাযথভাবে সফল করার তাওফিক দান করেন। আপনারাও দোয়া করবেন এবং দেশবাসীর কাছেও দোয়া চাই।
তিনি আরও বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমেই আমাদের মহাসমাবেশের খবর শুধু জাতির কাছে নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও পৌঁছে যাবে। এজন্য আপনাদের সহযোগিতা আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। আপনারা অতীতেও আমাদের সহযোগিতা করেছেন, আগামীকালকেও আপনারা সর্বতোভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামীকালের জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন। তিনি আকাঙ্ক্ষার স্বপ্ন অনুযায়ী ঐক্যের ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আপনাদের সকলকে ছালাম জানিয়েছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। আমাদের দীর্ঘদিনের সাধনা অনুযায়ী মানুষের এই আকাঙ্ক্ষা জাতীয় সমাবেশ যেন সুষ্ঠুভাবে সাফল্যমন্ডিত হয়।
তিনি আরও বলেন, সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে কয়েক লক্ষ লোকের আগমন ঘটবে। এতে বাড়তি যানজট তৈরি হবে। সেজন্য গতকাল আমরা ঢাকাবাসী ও দেশবাসীর কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমা চেয়েছি। আজও আমরা রাজধানী ও দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।