ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বোমা হামলা ও গনহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরের বাইতুল আমিন মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আমীর মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, ছাত্রশিবিরের সভাপতি মহররম আলী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খান। পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন।
সমাবেশ শেষে বিরাট প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে নতুবাজার মোড়ে এসে মিছিল সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।