বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা- ১১ আসনের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্র কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা -১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান ।
কেন্দ্র কমিটির করনীয় শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিশ শুরার সদস্য ঢাকা-১১ আসনের আসন পরিচালক মাওলানা মো. মহিববুল্লাহ । পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাড্ডা দক্ষিণ থানা আমীর মাসুদুর রহমান রানা।
উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগরীর সহ সাধারণ সম্পাদক জনাব মো. সুলতান মাহমুদ।
মহিলা বিভাগীয় দায়িত্বশীল উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মহিলা বিভাগীয় সেক্রেটারী মোসাম্মদ সুফিয়া বেগম, রামপুরা বাড্ডা জোন পরিচালক মোসাম্মদ তাসলিমা বেগম প্রমুখ।