আইইএস মসজিদে ইসলামিক এডুকেশন সোসাইটির সদ্য প্রয়াত দুই জন সদস্য যথাক্রমে মাওলানা রফিউদ্দীন আহমেদ ও অধ্যক্ষ আব্দুস সামাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ জুলাই) বাদ আসর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কারা নির্যাতিত জননেতা এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সোসাইটির প্রাক্তন ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সোসাইটির কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল ও ড. আহসান হাবীব ইমরোজ প্রমুখ।
সভাপতিত্ব করেন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির সহকারী পরিচালক মো. মহিববুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান, ক্যাম্পাস কর্মকর্তা মোস্তফা আসাদ, আইইএস মসজিদের ইমাম হাফেজ মাওলানা সোহেল আহমদ, সাবেক ইমাম হাফেজ মাওলানা ফারুক হোসাইন, উত্তরা মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা সাঈদ আহমদ আজমী, সোসাইটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও মসজিদের মুসুল্লিগণ।
তাছাড়া সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান মরহুম একেএম নাজির আহমেদ, সোসাইটির প্রাক্তন পরিচালক অধ্যক্ষ আব্দুর রব, সোসাইটির প্রয়াত সকল সদস্য, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত সকলের জন্যই দোয়া করা হয়।