বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, মহেশখালী- কুতুবদিয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন,নআল্লাহর আইন ও সত লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে যোগ্য এবং দেশ প্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। সকলকে ছোট ছোট মত পার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দ্বীনের জন্য আরো বেশী ত্যাগ ও কুরবানী পেশ করতে হবে। এদেশে অতীতে আলেম সমাজ দেশের জন্য অনেক ভূমিকা পালন করেছিলেন।

চট্টগ্রামস্থ মহেশখালী- কুতুবদিয়ার ওলামা মাশায়েখদের একটা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

হামিদআযাদ-মহেশখালি-

কুতুব শরীফ দরবারের প্রধান শাহজাদা ও দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মন্নানের সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আল মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, মহানগরী জামায়াতের কর্মপরিষদসদস্য আবু হেনা মোস্তফা কামাল ও মাওলানা মমতাজুর রহমান, কুতুবদিয়া উপজেলা আমির অাসম শাহরিয়ার চৌধুরী মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু সাঈদ নুরী, সরকারি এপিপি এডভোকেট মোবারক হোসাইন, এডিশনাল পিপি এডভোকেট ফরিদুল আলম, বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দীন, মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাংগীর, মাওলানা মুহাম্মদ ইদ্রিস ও মাওলানা মুহাম্মদ হারুনর রশিদ, মাওলানা আবু দাউদ প্রমুখ।