মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণ) এলাকায় একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ২১ ডিসেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান গাজী প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমাদের ওয়ার্ড হচ্ছে ৭নং ওয়ার্ড, ধানের শীষের বাহিরে গেলে কারো পিঠের বাকলা রাখব না।

জানা গেছে, চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে ফরাজিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের সময় ওই বক্তব্য দেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই শুরু হয় তীব্র সমালোচনা।

জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্লোগান হলো, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। আর এখানে বলা হচ্ছে ‘বাকলা রাখব না’। এটা কার আদর্শ?

এদিকে গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু তার প্রতিক্রিয়ায় লেখেন, বিএনপির বাইরে কেউ ভোট দিতে পারবে না।এ ধরনের বক্তব্য শুধু গণতন্ত্রবিরোধী নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেরও সম্পূর্ণ পরিপন্থী। ভোট যার, সিদ্ধান্ত তার এটাই বিএনপির রাজনীতি।

তিনি আরও লিখেন , এমন বক্তব্য দিয়ে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তারা প্রকৃতপক্ষে বিএনপির কর্মী নয়; বরং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ঘটনায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মতলব উত্তর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।