বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার জন্য শহীদরা জীবন দিয়েছে।তখন ছাত্র জনতার সাথে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামার কারনে স্বৈরাচারের পতন ঘটেছে যা আমরা ১৫ বছর যাবত চেষ্টা করেও পারিনি। সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে অচিরেই আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ইফতার মাহফিল শহরের গ্র্যাড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতের সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আবু মুসা, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পাটোয়ারী, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এড. এএসএম, কামাল উদ্দিন, খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী মিলাত, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, আল জামেয়াতুল ফালাহীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ।

ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাস চাদাবাজ দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি হবেও না। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগানোর জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, রমজান গোনাহ মাপের মাস, তাকওয়া অর্জনের মাস। ইসলাম একটি পরিপূর্ণ অদ্বিতীয় ও নির্ভুল জীবন বিধান হলেও অনেকেই পুরোপুরি অনুসরণ করেনা। অথচ আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে দ্বীনের মধ্যে পুরোপুরিভাবে দাখেল হতে বলেছেন। দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে পাঁচ বছরের মধ্যে দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, ধর্ষণ সহ সকল অপরাধ থেকে দেশ মুক্ত হবে। দেশে কোন বেকারত্ব, দারিদ্র্য থাকববে না। তিনি দুর্নীতি, দুঃশাসন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।