দেশে আবার নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারি সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। গত বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে শহর শাখা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
দেলাওয়ার হোসেন আরো বলেন, বাংলাদেশে ভারতের মদত পুষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত চেয়েছিল বাংলাদেশের সকল ব্যবসায়িক সেক্টর ধ্বংস করে তারা এদেশে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের মানুষ ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকবে। কিন্তু তাদের আজ্ঞাবহ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। এদেশে তাদের বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে তাদের হাজার কোটি টাকা লোকসান হচ্ছে যা তাদের মাথাব্যথা অন্যতম কারণ। ভারতের পেটের ভিতর অবস্থিত ছোট্ট এই বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে নেই, এটা ভেবেই ভারতের মাথা খারাপ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় তাকে যেহেতু সহসা বাংলাদেশে পাঠানো সহজ হবে না বিধায় ভারত নতুন করে বাংলাদেশে তাদের কিছু রাজনৈতিক দোষরের ওপর ভর করে আবারো এদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি মাস্তানির সাথে যারা যুক্ত আছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে এই জামায়াত নেতা আরো বলেন, অবিলম্বে আপনারা এসব অপকর্ম বন্ধ করুন। তা না হলে স্বৈরাচার খুনি হাসিনা ও তার লোকদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। দেশের মানুষ এখন বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, কোন অবস্থাতেই তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। সুতরাং সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান, এতেই আপনাদের মঙ্গল হবে।
দেলাওয়ার হোসেন আরো বলেন, দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি নির্বাচন যেন কোন অবস্থায় বিলম্বিত না হয়। আবার সংস্কার ছাড়া যেন তেন ভাবে শেখ হাসিনা মার্কা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে যথাযথ সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্তি সরকারকে সহযোগিতা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেকেই ক্ষমতার চেয়ার রাষ্ট্রক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এদেশের মানুষ তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। শহর সেক্রেটারি হাফেজ জুবায়ের আল মাসুম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান, রাজিউর রহমান রাজু প্রমুখ। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকঙ্খী উপস্থিত ছিলেন।