বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, মহেশখালী - কুতুবদিয়াসহ বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন অটুট আছে, থাকবে। কারন ইসলামই সকল ধর্মের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ইসলাম সাম্প্রদায়িকতা বিশ্বাস করেনা।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতির ধোঁয়া তুলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করেছিল। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করে রেখেছিল। আজ তারা কোথায়?

বৃহস্পতিবার (২ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডক্টর হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।

ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, ফ্যাসিবাদ দেশে নেই কিন্তু তাদের রেখে যাওয়া দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন যারা বুলেট কে বুক পেতে ধারন করতে পারে। যারা জেল-জুলুম, গুম-খুনকে ভয় পায়না, তারাই বুকের তাজা রক্ত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মানে প্রস্তুত রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসীরা দেশ নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নিবেনা।

Untitled.jpegডপ

আগামীতে দেশ ও জাতির কাছে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।

মহেশখালী উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি শান্তি লাল নন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু নেতা সুব্রত দত্ত, জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীম। এ সময় উপস্হিত ছিলেন মাওলানা আবদুল মালেক, সৈয়দ কবির সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থরের স্থানীয় নেতৃবৃন্দ।