‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা’ দাবিতে
ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। মনোনয়নের নামে দলীয় যেই চাঁদাবাজি হয় সেটির সুযোগ থাকবে না। ফলে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। সন্ত্রাস ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। প্রতিটি ভোট মূল্যায়িত হবে। প্রচলিত পদ্ধতিতে দেখা যায় মাত্র এক ভোটের ব্যবধানে একজন প্রার্থী বিজয় হয়, অপরদিকে ১ ভোটের ব্যবধানে লাখ-লাখ ভোট নষ্ট হয়েছে। লাখ লাখ ভোটারের মতামতের কোন গ্রহণযোগ্যতা থাকে না। তাই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে সত্যিকারের জনগণের প্রতিনিধি নির্বাচিত হয় না, জনগণের সরকার গঠিত হয় না।
গতকাল রোববার ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান পূর্বক ডিসি অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জুলাই সনদ মানুষের মুক্তির সনদ, নতুন বাংলাদেশ বিনির্মাণের সনদ। তাই জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার এই ৫ দফা বাস্তবায়িত না হলে আবারও ফ্যাসিবাদে উত্থান ঘটবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই ৫ দফা জামায়াতে ইসলামী সহ সকল ইসলামী দল ও দেশপ্রেমিক গণতন্ত্রকামী অন্যান্য রাজনৈতিক দল একমত হয়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে ৫ দফা বাস্তবায়নের। কিন্তু সরকার যদি এই ৫ দফা উপেক্ষা করে নির্বাচনের আয়োজন করে তবে বুঝে নিতে হবে সরকার একটি রাজনৈতিক দলের আনুগত্য স্বীকার করছে এবং একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ঐ দলকে ক্ষমতায় বসাতে আয়োজন করছে। জামায়াতে ইসলামী দেশপ্রেমিক শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল। সংঘাত, সংঘর্ষে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের অধিকার প্রতিষ্ঠার ৫ দফা দাবি উপেক্ষার পথে হাটে তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী দুর্বার গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
আগে গণভোট পরে সংসদ নির্বাচন হতে হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না তারাই জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে। তারা প্রথমে স্পষ্ট বলেছেন তারা জুলাই সনদের আইনি ভিত্তির বিপক্ষে। পরবর্তীতে ছাত্র-জনতার চাপে তারা গণভোটরে পক্ষে সমর্থন দিলেও গণভোট নিয়ে দ্বিচারিতা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ তারা তাদের সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে ‘না’ প্রস্তাবে সিল মারার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে তারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখল আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। নূরুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারার শামিল হবে। জনগণকে আবারো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে ঠেলে না দিয়ে ৫ দফা দাবি মেনে নিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা জেলা নায়েবে আমীর ও ঢাকা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহিনুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান, ইসলামি ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান, ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা জেলা নায়েবে আমীর ও ঢাকা-২০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুর রব, ঢাকা জেলা সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসানসহ মহানগরী ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সমাবেশ শেষে, প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বগুড়া
বগুড়া অফিস: জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিশাল গণমিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে পৌর পার্কে গণজমায়েত অনুষ্ঠিত হয়। বগুড়া শহর ও জেলা জামায়াত যৌথভাবে এই গণজমায়েত আয়োজন করে। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী। বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, আব্দুল হামিদ বেগ, ক্বারী আব্দুল মজিদ, আব্দুস ছালাম তুহিন, এ্যাড. আব্দুল হালিম, হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন প্রমুখ।
গাইবান্ধা সংবাদদাতা: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গতকাল রোববার বিকেলে গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা প্রশাসকের কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করে।
৫ দফা দাবি পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় পৌর পার্কে সমবেত হয়। পরে সেখান একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে স্মারকলিপি পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, মো. মাজেদুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম লেবু, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, পৌর জামায়াতের আমীর মো. ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
কুষ্টিয়া সংবাদদাতা : জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারী মাসে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী কুষ্টিয়ার নেতৃবৃন্দ। রোববার বিকালে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি জামায়াতের মিরপুর ভেড়ামারা আসনের নমীনী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখঅলী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনাজপুর
দিনাজপুর অফিস: সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী। গতকাল রোববার দুপুরে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দের দেয়া এ স্মারকলিপি গ্রহন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর-২ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের প্রার্থী এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আলহাজ¦ আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর-৫ আসনের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর-৬ আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল্লাহ সরকার প্রমূখ।
কুমিল্লা অফিস : পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও জেলা শাখা।
রোববার সকাল ১১টায় কুমিল্লা টাউন হল থেকে মিছিল বের করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করে।এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্মারকলিপি গ্রহন করেন।
স্মারকলিপি পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা -৫ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসেন,কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবর রহমান,দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ড.সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান,মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারীর কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল,উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক, লোকমান হাকিম প্রমুখ।
ভোলা
ভোলা জেলা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ভোলা প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ইউনূস বরাবর একটি ৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে ভোলা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাস্টার মো. জাকির হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি জেলা প্রশাসক মাননীয় আজাদ জাহানের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেনঃ অন্যান্যদের মধ্যে জামায়াত মনোনীত ভোলা জেলার সংসদ সদস্য প্রার্থীগণ-
খাগড়াছড়ি সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, গণভোটের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী।
গতকাল রোববার বেলা ১২টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াসসহ জেলা-উপজেলা নেতাকর্মী শুভাকাক্সক্ষীবৃন্দ।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারী নির্বাচনসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী।
রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহিসন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সেক্রেটারি মো: শাহজাহান আলী।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, আব্দুর রউফ বাহার, পৌর জামায়াতের আমীর আতিকুর ইসলাম সোহাগ, জেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, সেক্রেটারি লায়েক আহমেদ, আজমিরীগঞ্জ জামায়াতের আমীর নাসির উদ্দিন চৌধুরীসহ অনেকেই। পরে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে পাঁচ দফা দাবিতে জামায়াতের মিছিল ্ও স্মারকলিপি
কক্সবাজার সংবাদদাতা: কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে কক্সবাজারে মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াত নেতৃবৃন্দ। গতকাল রোববার কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব। এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল ও শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ মুহসীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।স্মারকলিপি প্রদানের পূর্বে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর মাধ্যমে দেশ কে নতুন কাঠামোয় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন সাধনে জনমত তৈরি হয়েছে। কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলের অনীহা ও চাপের কারণে সরকার জনমতকে উপেক্ষা করে যেনতেন একটি নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ছাত্র- জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কে আমরা পুরাতন ধারায় ফিরিয়ে নিতে চায় না। পুরাতন বন্দোবস্ত চলতে দেশে নতুন ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে 'পিআর' পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা জনগণের পক্ষ থেকে ৫ দফা যৌক্তিক দাবি পেশ করছি, যাতে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের পথ সুগম করা, পিআর পদ্ধতি চালু এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিসহ জামায়াতের ৫ দফা গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
গতকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে এক স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জাব্বারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, এডভোকেট নাছের, উত্তর জেলা সাংগঠনিক সেক্রেটারি ও সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, মাওলানা নুরুল হোসাইন, কোতোয়ালী থানা আমীর আমীর হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম এবং সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট থেকে মিছিল সহকারে লালদিঘী মোড়, কোতোয়ালি মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নেতৃত্ববৃন্দরা স্মারক লিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে থেকে স্মারক লিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রাম (সার্বিক) মুহাম্মদ শরিফ উদ্দিন।
রাজশাহী ব্যুরো : জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর ও জেলা শাখা নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে জেলা জেলা প্রশাসক আফিয়া আখতারের হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা। এর আগে এক সমাবেশে বক্তারা দাবি করেন, “দীর্ঘদিন ধরে দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ অনুপস্থিত। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করেই নতুন গণতান্ত্রিক সূচনা ঘটাতে হবে।” তারা আরো বলেন, “বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, অবিশ্বাস ও সংঘাতের রাজনীতি এখনো প্রবল। জুলাই সনদের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে পারে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।” এ সময় রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনের প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান লিটন, জেলা জামায়াতের নায়েবে আমীর মইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা ব্যুরো : পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) সকালে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হয়। এখান থেকে নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারক লিপি তুলে দেন। এ সময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধের দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি অভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
স্মারকলিপি পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল,
সিরাজগঞ্জ সংবাদদাতা : জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচী ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াত।
গতকাল রোববার বেলা ১১ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ- (১) কাজিপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ (সদর - কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ শামীম রেজা,জেলা সভাপতি আব্দুল আজিজ, উল্লাপাগা উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান,শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা।
এরপর মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে আবারো সমাবেশে মিলিত হয়ে বক্তব্য রাখেন দলটির নেতারা।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
নোয়াখালী সংবাদদাতা, গতকাল রোববার), জুলাই জাতীয় সনদ এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৫ দফা গণদাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। বিক্ষোভ মিছিল-পূর্ব বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।
গতকাল রোববার সকাল ১০টা ৩০ মিনিটে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থায় নেয়। এসময় উপস্থিত নেতা-কর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নোয়াখালী -৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোয়াখালী -২ মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী -৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী -১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী -৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী -৬ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফ।
যশোর সংবাদদাতা : পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় যশোর মুন্সি মেহেরুল্লাহ টাউন হল ময়দানে সংক্ষিপ্ত পথসভা শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জামায়াাতে ইসলামী ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই স্মারকলিপি প্রদান করা হয়।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন যশোর-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, আবুল হাশেম রেজা ও অফিস সেক্রেটারি নুর ই আলা নুর মামুন।
সাতক্ষীরা সংবাদদাতাঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা।
রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের খুলনারোড মোড়স্থ আসিফ চত্ত্বর এলাকা ও শহীদ আব্দুর রাজ্জাকা পার্ক থেকে পৃথক বিক্ষোভ মিছিলে শতশত নেতাকর্মী জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা.মাহামুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান,দেবহাটা সেক্রেটারি ইমদাদুল হক প্রমুখ।
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা: জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
গতকাল রোববার বিকেল ৩টার দিকে শহরের কাস্টম মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে মাননীয় ্র্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপিস্থত ছিলেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, সদর আসনের নমিনী মুফতি আমীর হামজা, কুমারখালী-খোকসা আসনের নমিনী আফজাল হোসাইন, দৌলতপুর আসনের নমিনী আলতাফ হোসাইন প্রমূখ।
চুয়াডাঙ্গা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এক বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করার পর হাসান চত্বর হয়ে আবার টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি নমিনি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন —চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান,
জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি নমিনি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল,সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,
জেলা সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন,জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক,জেলা অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন,জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালামসহ থানা এবং ইউনিয়ন পর্যায়ের অসংখ্য দায়িত্বশীল ও সাধারণ জনগণ।
ঠাকুরগাঁও সংবাদদাতা: আসন্ন সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দর্নীতির বিচার এবং সৈরাচারের দোষর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মিছিল, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর হতে একটি বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যান জামায়াত নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন অহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি হাফিজ উদ্দিন আহমে প্রমুখ।
পাবনা সংবাদদাতা : পি আর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা জামায়াত শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহিদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। এ সময় জেলা জামায়াত নেতৃবৃন্দ জেলা প্রশাসক মফিজুল ইসলামের কাছে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দেন। এ সময় পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন । বিক্ষোভ মিছিল পূর্বে শহীদ চত্বরে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতৃবৃন্দ।
নেত্রকোনা সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পি আরসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিসের নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদানের পূর্বে প্রায় ৩ শতাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে জেলা জামায়াতের কার্যালয় হতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে। একসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নিকট সড়ক লিপি প্রদান করেন জেলা জামায়াতের একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসাইন সাইফুল, জেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, আটপাড়া- কেন্দুয়া জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, কলমাকান্দা- দুর্গাপুর নেত্রকোনা -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসিম, জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জেলা তারবিয়াহ সেক্রেটারি বদরুল আমিন, জেলা অফিস সেক্রেটারি এস এম আল আমিন, পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলি উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।