গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সপ্তমীর দিনে টাংগাইল জেলার গোপালপুর উপজেলার পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন টাংগাইল -২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী টাংগাইল জেলা জামায়াতের সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক মাওলানা হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

মাওলানা হুমায়ুন কবির বলেন, আমাদের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, দেশটা কে এগিয়ে নিতে আসুন আমরা সবাই একই ঐকমত্যে পৌঁছায় অন্যায় যেখানে প্রতিরোধ গড়ে তুলবো সেখানে। ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সুতরাং নাগরিক হিসেবে খাদ্য, বস্ত্রসহ অন্যান্য মৌলিক অধিকারের পাশাপাশি ধর্ম পালনের অধিকারও রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মোঃ হাবিবুর রহমান তালুকদার,উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।