বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণআন্দোলনের পরবর্তী সময় এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য মানুষের সামনে একটি স্বপ্ন তুলে ধরেছে। এই স্বপ্ন হলো বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। এই সমাজ ব্যবস্থায় মানুষ সাম্যতা নিয়ে বসবাস করবে। খুন-খারাবি থাকবে না। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে। ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা হবে। ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলবে। ছাত্রদের হাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। তারা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে। এই সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে আমরা সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছি।

গতকাল সোমবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে জলঢাকা আল ফালাহ হলরুমে ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘ ১৫ বছর কাজ করতে দেয়া হয়নি। সমাজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে শিবিরের নেতাকর্মীদের জেলে যেতে হয়েছে। তিনি বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের রক্ত দিতে হবে। সময় দিতে হবে, ত্যাগ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যুবকদের সেইভাবেই গড়ে তোলার জন্য চেষ্টা করে আসছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এখন এক অনিবার্য বাস্তবতা। এই সমাজের মানুষকে তৈরি করার জন্য ভবিষ্যত মুসলিম উম্মার কাণ্ডারী হিসেবে যারা নেতৃত্ব দিতে পারবে এমন দক্ষ ব্যক্তিত্ব তৈরি করার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত ও রসুল (সা:) এর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনঃবিন্যাস সাধন করে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জায়ামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান, জলঢাকা উপজেলা নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান ও ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম।