কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ ১ কাজীপুরের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা শাহিনুর আলম গান্ধাইলে উনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। তার সাথে ছিলেন গান্ধাইল ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু আব্দুল্লাহ, সহ-সভাপতি আব্দুল মজিদ সাংবাদিক, সেক্রেটারি খোসলেহাজ উদ্দিন ও অন্যান্য কর্মীরাও দিনব্যাপী তার সাথে গণসংযোগ করেছেন। গত সাত নভেম্বর সারাদিন গণসংযোগ শেষে সন্ধ্যায় গান্ধাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি আবু আব্দুল্লার সভাপতিত্বে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ শাহিনুর আলম।
তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আলোচিত এবং জনপ্রিয় দল, আমরা দেশকে সংস্কার করতে চাই। আমরা ক্ষমতায় গেলে যুবকদের কাজে লাগাইবো, মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজ করবো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোরশেদ আলম হোসাইন খন্দকার, ফরহাদ হোসেন, রতনকান্দি ইউনিয়নের আমির মোহাম্মদ বেলাল হোসেন ও সেক্রেটারি ইছাহাক উদ্দিন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।