বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলার আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে।

তিনি গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার উদ্যোগে নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁও আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুল মালেক, আড়াইহাজার উপজেলা দক্ষিণ আমীর মাওলানা হাদিউল ইসলাম, থানা সেক্রেটারি তৌফিকুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন আয়োজন সম্পন্ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, কোনো দুর্নীতিবাজ, দখলবাজ ও আত্মসাৎকারীকে আগামীতে জনগণ ভোট দিবে না ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জনগণ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।

অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আড়াইহাজারকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মাসুদুর রহমান গিয়াস বলেন, আগামী সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) বাধাহীননভাবে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সত্য ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে।