বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, মাহে রমজান সিয়াম সাধনার মাস। এ মাসেই মানবতার মুক্তির জন্য হেদায়াতের গ্রন্থ আল- কুরআন নাযিল করা হয়েছে। মহান আল্লাহ মানুষের চলার পথের বিধান তাঁর রাসূল (সা:) এর মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। কুরআন ও সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি লাভ করা সম্ভব। রাসূল (স:) এর সঙ্গী সাথীরা এ রমজান মাসে কাফের মুশরিকদের সাথে ঐতিহাসিক বদর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলেন। মজবুত ঈমান ও নৈতিক শক্তির বলে অল্প সংখ্যক ঈমানদার মুসলিমরা অধিক কাফেরদেরকে পরাজিত করে বিজয় লাভ করেছিলেন। তিনি বলেন, এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ওলামা-মাশায়েখদের অনন্য ভূমিকা পালন করেছেন এবং তাদের ত্যাগ ও কুরবানী অপরিসীম। তিনি বর্তমান প্রেক্ষাপটে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওলামা-মাশায়েখসহ সকল পেশাজীবিদেরকে ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে ওলামা মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ান বাজারে (বিআইএ) বাংলাদেশ ইসলামিক একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মাহিফেল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওলামা মাশায়েখদের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, বিশেষ অতিথি ছিলেন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ ড. প্রফেসর মাওলানা সাইয়েদ আবু নোমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক মাওলানা লিয়াকত আকতার ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মামুনুর রশিদ নুরী, মাওলানা মহসিন আল হোসাইনী, মাওলানা অধ্যক্ষ হামেদ হাসান, মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ প্রমুখ।

সাবেক ছাত্রনেতা সোহেল রানার কবর জিয়ারত : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচঁলাইশ থানা সাংগঠনিক সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চান্দগাঁও থানা আমীর মোহাম্মদ ইসমাইল চান্দগাঁও থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম প্রমুখ। কবর জিয়ারত শেষ তিনি মরহুম সোহেল রানার বাসায় যান এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।