শহীদ নিজামীর অপরাধ এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

আজ শনিবার (২ আগষ্ট) দুপুরে পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত শেষে দৌলতপুর ইমাম হোসেন একাডেমি মাঠে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি তার ঘনিষ্ঠ সহচর হিসেবে আরো বলেন, জুলুম নির্যাতন করে ইসলামকে স্তব্ধ করা যায় না। তিনি দুটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তার বিরুদ্ধে এক টাকারো দুর্নীতি এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি।

সাঁথিয়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনের। তাই সাঁথিয়াবাসিকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দল মত নির্বিশেষে সকলকে আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করার আহবান জানান।

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোকলেছুর রহমান এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আব্দুর রহিম।

এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান রফিকুল নবী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, সাঁথিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর জামায়াতের সভাপতি আব্দুল গফুর প্রমুখ।