বাংলাদেশে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে বলে মন্তব্য করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম।

শনিবার (১৫ মার্চ) শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি আরো বলেন,শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামি জীবনী উৎখাত করার জন্য সমস্ত আয়োজন তারা করেছে। মহানবীর জীবনীসহ ধ্বংস করতে চেয়েছিলেন।

তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু প্রিন্সিপাল দিয়েছিল। হিন্দু তো দুরের কথা সুযোগ্য আলেম ব্যাতিত মাদরাসার প্রন্সিপাল পদে কোন মুসলিম শিক্ষককেও নিয়োগ দেয়া যায় না।

এটা ইসলাম ও মুসলমানদের সাথে চরম ধৃষ্টতা এবং কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থার সাথে তামাশা করেছিল। এভাবে ধর্মীয় মূল্যবোধগুলি ধ্বংস করে শিক্ষকদের মাধ্যমে বড় বড় দুর্নীতি করা হয়েছে।

তিনি আরো বলেন, এমনও শিক্ষক আছে স্কুলের ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে। তাদের নৈতিক মূল্যবোধ না থাকার কারণে হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের পেনশনের টাকা আনতে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এটা যেন বাংলার জমিনে আর না হয়।