নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন-এ যোগ দিলেন অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর হাট প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মাধনগর শাখার উদ্যোগে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান ডা. জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ, শ্রমিক ফেডারেশন নেতা আসরাফুল ইসলাম, জিয়াউর রহমানসহ জেলা, উপজেলা ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায় ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ সংগঠনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার পাশাপাশি সমাজে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে।

নতুন যোগদানকারীরা শ্রমিক ফেডারেশনের পতাকাতলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তারা শ্রমিক সমাজের কল্যাণে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।