পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন কুমিরা মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও (তালা-কলারোয়া) সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, নায়েবে আমীর মাষ্টার আব্দুল মালেক, সহ সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, মাষ্টার আমিনুর রহমান, চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ডাঃ আলাউদ্দিন মল্লক, মাওলানা রেজাউল করিম, এডভোকেট বাশারউল্লাহ আওরঙ্গী প্রমুখ।