জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ৯ দিনের মাথায় আরেকটি সাধারণ সভা করে ৩টি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

নবগঠিত দলটির সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সব ধরনের ‘নীতি-নির্ধারণী’ সিদ্ধান্ত নিতে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করেছে দলটি।

এ কাউন্সিলের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ‘নির্বাহী কাউন্সিল’ গঠন করা হবে। এছাড়া দলের গঠনতন্ত্র প্রণয়ন করতে একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার সাত ঘণ্টা ধরে চলা এ বৈঠক শেষে দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এ সিদ্ধান্ত তুলে ধরেন। তবে কাউন্সিল দুটি কত সদস্যের এবং নেতৃত্ব কারা দেবেন তা বলা হয়নি।

বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সভায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সভাপতিত্ব করেন। সদস্য সচিব আখতার হোসেন ছিলেন সঞ্চালনায়।

এর আগে গত ১৯ এপ্রিল টানা ৯ ঘণ্টা সাধারণ সভা করেছিলেন এনসিপি নেতারা। এর কয়েক দিনের মাথায় আরেকটি সাধারণ সভা আয়োজনের কারণের সম্পর্কে বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার কাছে জানতে চাওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস পর এই কমিটিতে অবস্থা বিচারে নবায়ন, পুণর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

‘একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত সাধারণ সভায় গৃহীত হয়। উক্ত টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়।’

সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনাও দেওয়া হয়।

আগামী ২ মে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে এ দাবিতে রাজধানীতে একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সদস্যরা।