নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সোমবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বিক্ষোভ মিছিলটি দৌলখাঁড় দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে দৌলখাঁড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলখাঁড় জিরু পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মতিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু।

নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির মজুমদার, উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ ওয়াসিম, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।