নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সুতরাং কোন বিভেদ করা যাবে না।

গতকাল শনিবার দুপুরে মেঘনায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতা কর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। কারো সাথে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দিবেন না। কোনো অন্যায়কারিকে প্রশ্রয় দেওয়া হবেনা। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন। তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দেন। আদর করেন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক করে দিয়ে গেলাম। সাবধান থাকবেন।