বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি বৈঠক করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী।
রবিবার সন্ধা সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরী ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর এর পরিচালনা এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু.,মোছলেহ উদ্দিন,নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগরী জামায়াতে সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল,নাছির আহম্মেদ মোল্লা।মহানগরী জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অর্থ সম্পাদক আমির হোসাইন ফরায়েজী মহানগরীর জামায়াতে কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন,এড এয়াকুব আলী চৌধুরী, দেলোয়ার হোসাইন সবুজ প্রমুখ।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“ঢাকার জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে।
সুষ্ঠু নির্বাচন, তার আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশ হবে।সবাইকে জাতীয় সমাবেশ সফল করার আহব্বান জানান তিনি।