বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রয়োজনীয় সংষ্কার করতে হবে। কালো টাকার দৌরাত্ম কমাতে হবে। জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা সংযোজন করতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিংয়ের ১ম দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিংয়ের উদ্বোধন করেন কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মা'ছুম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতি আশা করেছিল জুলাই ঘোষণাপত্রে আন্দোলনের সকল অংশীজন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে। কিন্তু জাতির প্রত্যাশা অনুযায়ী জুলাই ঘোষণাপত্রে তার সুস্পষ্ট প্রতিফলন হয়নি। জুলাই যোদ্ধাদের যেভাবে স্বীকৃতি দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি। এই আন্দোলনে দেশের আলেম-ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের বিরাট অবদান রয়েছে। অথচ জুলাই ঘোষণাপত্রে তাদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়নি। আমাদের এখন কাজ হলো জনগণের প্রত্যাশাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
আরো উপস্থিত ছিলেন আবদুস সাদেক ভূইয়া, কাজী দীন মোহাম্মদ, খন্দকার জাকারিয়া আহমেদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।