পবিত্র ঈদুল ফিতরে জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে জাগ্রত রাখতে ও শহীদের স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করতে ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তি শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারী জাতীয় বীরদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ হতে ঈদের বিশেষ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

WhatsApp Image 2025-03-30 at 15.18.24_bce88579

আজ দলীয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ইতোমধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা সারাদেশে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা শুরু করেছেন।