নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির।

এই ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১.৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর ছাত্রশিবির।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু কর্মী কুরআন শিক্ষার সেই শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে।

তিনি বলেন, “কুরআনের আলোয় মানুষ গড়ার উদ্যোগে এমন হামলা কোনোভাবেই সভ্য সমাজে মানানসই নয়। নোয়াখালীতে ঘটে যাওয়া এ ঘটনা চরম অসভ্যতার পরিচায়ক।”

ছাত্রশিবির সভাপতি আরও জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন প্রশিক্ষণ আয়োজন করা হয়।

রোববার আসরের নামাজের পর একই স্থানে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে একদল যুবক মসজিদে প্রবেশ করে হামলা চালায়।

এতে অন্তত ২৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, আহতদের মধ্যে শহর শাখার কয়েকজন দায়িত্বশীলও রয়েছেন।

হামলার পর ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা মসজিদে তালা লাগিয়ে দেয়।