২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে অবশ্যই কাক্সিক্ষত সংস্কার ও দৃশ্যমান বিচার সম্পন্ন হতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুর-পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অনুকূলে বিপুল জনমত রয়েছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটনকে পরিচয় করিয়ে দেন। তিনি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয় সংসদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে সবাইকে মাঠে-ময়দানে কাজ করার নির্দেশনা দেন।
জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন শেখ ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মর্তুজা। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা আহমাদুল্লাহ ও হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেয়া হয়।
সকল ইসলামী দল একসাথে আগামী নির্বাচন করবে
পাবনা সংবাদদাতা : সকল ইসলামী দল এক হয়ে একসাথে আগামী নির্বাচন করবে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়া চলমান, এ কাজের আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। সংসদে কুরআনের আইন চালু করার লক্ষ্যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে কুরআনের বিজয় হবেই, ইনশাল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জামায়াতের সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেছেন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা আমীর ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত পাবনা-৪ (আটঘরিয়া ঈশ্বরদী) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫৪ বছর ধরে মানুষের মতবাদে রাষ্ট্র পরিচালিত হওয়ায় মানুষ প্রকৃত অর্থে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারেনি, তাই জনগণ এবার কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনার কথা যারা বলেন তাদের দিকে ঝুঁকেছে। জনগণ ইতোমধ্যেই বলতে শুরু করেছে সব দল দেখা শেষ যাদেরকে রাষ্ট্র পরিচালনায় দেখা যায়নি কোরআনের আইন চালু করার জন্য তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই।
প্রধান অতিথি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তায়ালা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মাল ও যান চেয়েছেন। তিনি জনতার উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে মাল ও জান দিয়ে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনে আপনাদের ভোটযুদ্ধে অবতীর্ণ হতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের আইন জন্য জাতীয় সংসদে আপনাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু চারদিনের মাথায় দেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
তিনি আরো বলেন, বিগত সময়ে আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। তিনি বর্তমানে ওই সব বিচারক, আইনজীবীসহ এ কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীর বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আরো বলেন, জামায়্যাত ইসলামি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ দাওয়াত সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।
আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : আমরা বলেছি শুধু নির্বাচন নির্বাচন বললে হবে না, ভোট চাচ্ছেন কিন্তু ভোট যদি ভোটের মত না হয় তাহলে হবে? বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু আমরা না সাধারণ জনগণ দেখেছে আওয়ামী সরকার নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে। ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছে, ২০১৮ সালে দিনের ভোট নিশি রাতেই সেরে ফেলেছে, ২০২৪ সালের নির্বাচনে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি, ভোটারদের যাওয়া লাগেনি, এমনকি যারা গিয়েছে তাদের ভোটগুলো প্রার্থী আত্মীয়-স্বজনরা মেরে নিয়েছে, শুধু তাই না ’২৪ এর নির্বাচনে প্রার্থী খুজে পাওয়া যায়নি ওরা নিজেরা নিজেদের মধ্যে ডামি প্রার্থী সাজিয়ে নির্বাচন করেছিলো।
বিগত জালেম সরকার এটাও বলতো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, পক্ষান্তরে দেখা যেতো আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো, এমনটাই ঘটেছিলো। সুতরাং জনগণ ও ছাত্ররা আর এমন নির্বাচন চাই না, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেবে না ছাত্ররা। তিনি বলেন, তাই আমরা বলেছি,আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন।
গতকাল মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে এমনই বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।
তিনি আরও বলেন, “দ্বীন ও দেশের কল্যাণে জামায়াতের দায়িত্বশীলদের আরও নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই লড়াই চলবেই, ২৪ এর আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের মুখে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’-আমরা ন্যায়বিচার চাই, ঠিক তেমনি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, ১৯৭১ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ৫৪ বছর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুজিবাদ ইত্যাদি মানুষের মতবাদ আমরা দেখেছি যেগুলোতে কোন শান্তি নেই, আমরা চাই কুরআনের আইন তাহলেই ইহকাল ও পরকালে শান্তি পাওয়া সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা একেএম আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ জাকির হোসেন মাস্টার।