জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদ্য ও ঢাকা জেলা আমীর মাওলানালা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি গতকাল শুক্রবার বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমা ওয়াজ আলী মডেল স্কুল মাঠে সাভার সদর ইউনিয়নের আমীর মহরম আলীর সভাপতিত্বে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রধান অতিথি এসময় আরো বলেন- জুলাই সনদ আইনে পরিণত করে, নবেম্বরে গণভোট দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের কল্যাণকর রাষ্ট্র কায়েম করবো ইনশাল্লাহ। তিনি বলেন-পিআর পদ্ধতি চালু করলে প্রতিটি দলের প্রতিনিধিত্ব থাকবে। কোন দল ১% ভোট ফেলে জাতীয় সংসদে ৩টি আসন পাবে। আর প্রচলিত পদ্ধতিতে ভোট হলে ৩৫%-৪০% ভোট পেয়েও এমনও হতে পারে একটি সিটও পাবে না। প্রধান তার বক্তব্যে আরো বলেন-বিগত ৫৪ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের জনজনানী ছিল। ২৪ এর প্রেক্ষাপট পরিবর্তনের পর ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয় হয়েছে। ইসলামী ছাত্রশিবির নতুন ধারার সুষ্ঠু রাজনীতি শুরু করেছে।
এ নির্বাচনী জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি এবং জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য মাওলানা আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলার রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, সাভার থানা আমীর- মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল, জামায়াত মনোনীত সাভার সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ। জামায়াতের নির্বচনী জনসভায় এদিন স্কুলের বিরাট মাঠটি শতশত নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।