DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

সাংবাদিকদের উদ্দেশ্যে হাসান উদ্দিন সরকার

'সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলুন'

সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে—এমন মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, "সাংবাদিকদের উচিত নির্ভীকভাবে সত্য তুলে ধরা, কোনো স্বৈরাচারী শক্তির অনুসারী না হওয়া।"

স্টাফ রিপোর্টার, গাজীপুর
hasanuddin-sarker

সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে—এমন মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, "সাংবাদিকদের উচিত নির্ভীকভাবে সত্য তুলে ধরা, কোনো স্বৈরাচারী শক্তির অনুসারী না হওয়া।"

বৃহস্পতিবার টঙ্গী প্রেসক্লাবের সাবেক প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "সংবাদপত্র হলো জাতির দর্পণ, একে কলুষিত করা যাবে না।"

তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী শাসকদের পদাঙ্ক অনুসরণ না করে সংবাদকর্মীদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংবাদিক শেখ আজিজুল হক, লতিফ মোহাম্মদ হালিম, জাকারিয়া চৌধুরী ও এমআর নাসির প্রমুখ।