বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য ব্যাপকভাবে দাওয়াত প্রদানের মাধ্যমে আপামর জনসাধারণকে সংগঠনে অন্তর্ভুক্ত করতে হবে। যেখানে মানুষ সেখানেই দাওয়াত সে যে ধরনের মানুষ হোক। আমাদের দাওয়াত কোনো শ্রেণিবিশেষের জন্য নয় বরং সকল শ্রেণি পেশার, সব মত-পথের মানুষের জন্য। তিনি আরো বলেন, যেখানে মানুষের বাস সেখানেই সংগঠন থাকবে। মহান আল্লাহর ভাষায় মানুষ হলো চাষা, জামায়াতের দায়িত্বশীলসহ সকল জনশক্তি মানুষের কল্যাণে নিজেদের কৃষকের ন্যায় প্রিয় দেশকে চাষ করে জুলুমের বিদায় করতে হবে। জুলাই বিপ্লবের পর জালিমের বিদায় হয়েছে কিন্তু জুলুমের বিদায় হয়নি।

গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী সাভার উপজেলা আমীর মুহাম্মদ আবদুল কাদেরের পরিচালনায় ও উপজেলা সেক্রেটারি আসাদুজ্জামান রাসেলের ব্যবস্থাপনায় আয়োজিত দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করতে বলেন ইসলামী সংগঠন ও অন্যান্য তথাকথিত রাজনৈতিক সংগঠন এক জিনিস নয়। যারা বলছেন ইসলামের কোনো রাজনীতি নেই তারা বুঝতে পেরেছে ইসলামের আদর্শ সাধারণ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের তথাকথিত ক্ষমতার রাজনীতি বুমেরাং হবে। তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী বড় ফ্যাক্টর। আমরা বলব জামায়াতে ইসলামীকে বাদ রেখে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করা সম্ভব নয়। জুলাই বিপ্লবের পর এটা দিবালোকের মত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যে সুযোগ পেয়েছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার, অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, ইমদাদুল হক। শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহীম, কর্মপরিষদ সদস্য তুরাব আলী, কারিমুল মাওলা, সাজ্জাদ হায়াত খান সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।