গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ।
মঙ্গলবার ( ১৬ সেপ্টম্বর) দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হন নাহিদ। তবে মাহমুদুর রহমানের জেরা শেষ না হলে নাহিদের সাক্ষ্যগ্রহণ হবে না।
এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ চলে ট্রাইব্যুনালে। এদিন সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।
আজ সাক্ষ্য শেষে মাহমুদুর রহমানের জেরা চলছে। তাকে জেরা করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
গতকাল ট্রাইব্যুনালে দীর্ঘ ৪ ঘণ্টার সাক্ষ্যে মাহমুদুর রহমান হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার নানা প্রেক্ষাপট ও বিবরণ তুলে ধরেন।