কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : জাতীয় পার্টি (জাপা)সহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নিবন্ধন বাতিল ও একটি নিরপেক্ষ জাতীয় সরকার গঠনের দাবিতে গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ।
গতকাল শুক্রবার বিকেলে দক্ষিন কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি সাজ্জাদ আল ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ আল ইসলাম বলেন “আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি (জাপা)সহ ১৪ দলের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। গত ১৫-১৬ বছর ধরে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে এসেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সব অপরাধে এরা সক্রিয়ভাবে সহযোগিতা করেছে এবং তাদের অপকর্মকে বৈধতা দিয়েছে।”তিনি আরও বলেন,“বর্তমান জাতীয় সংকটময় সময়ে একটি নিরপেক্ষ জাতীয় সরকার ছাড়া এই দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য তাহসান খান শান্ত, যুব অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি কামাল হোসেন হিমেল, সাধারণ সম্পাদক তানজিল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।