বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছ তিনি।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আলহামদুলিল্লাহ! সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন শেষে আমীরে জামায়াতের অপারেশনের কাজে নিয়োজিত ডাক্তারগণ মিডিয়াকে ব্রিফ করেছেন।
বিশিষ্ট কার্ডিওলজিস্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ সময় মিডিয়াকে বলেন, “আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।”
তিনি আরো বলেন, “আর উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই উনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানিকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।”
আমরা দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি—আপনারা যারা আমাদের সম্মানিত আমীরে জামায়াতের সুস্থতার জন্য সার্বক্ষণিক মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর একান্ত মেহেরবানি ও আপনাদের একান্ত দোয়ার বরকতেই সম্মানিত আমীরে জামায়াতের এ পর্যন্ত চিকিৎসা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আশাবাদ—আপনারা সুস্থ থেকে আমীরে জামায়াতের পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এ দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখবেন।
মহান আল্লাহ আমাদের প্রিয় রাহবারকে যেন অতি দ্রুত দ্বীনের কাজের জন্য ভূমিকা রাখার তাওফিক দান করেন, সেই দোয়াই করছি।