বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। ফোন করে আমীরে জামায়াতের খোঁজখবর নেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমীরের ফেসবুকে এক এডমিন পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, “বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয় ফোন করে সম্মানিত আমীরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমীরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন।
এ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।”