জামালপুরের ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে। দুদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি আইএসটি ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীরা এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ছাত্রদল কর্মীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে অপমানজনক কথা বলতে থাকেন।

পরদিন ১০ মার্চ (সোমবার) শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায় এবং ছাত্রদল কর্মী রনিকে বহিষ্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করে। এরপর ছাত্রদল নেতা রনি ও তার দলবল আইএসটির শিক্ষার্থী আশরাফুলের ওপর হামলা চালায়। এতে আশরাফুল গুরুতর আহত হন।

আহত শিক্ষার্থী আশরাফুল বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে আইএসটি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের সহপাঠীর ওপর হামলার বিচার দাবি করেছেন। অধ্যক্ষ মুজিবুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

তবে, ছাত্রদল নেতার বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এই ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।