চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহন চৌধুরী বলেছেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিবাদ, শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। তাই দেশবাসী আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজদের ক্ষমতা থেকে উৎখাত করেছে। আজ নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ। তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর দেওয়ান বাজারে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত থান প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমীর হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম প্রমুখ।
ইফতার মাহফিল
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার যাতে মাথাচড়া দিয়ে উঠতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি শক্তিশালী এবং অবিচল জাতি গড়ার জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত গণতন্ত্রের সুরক্ষা এবং সমাজের মূল নৈতিক মূল্যবোধের রক্ষা। পতিত স্বৈরাচার যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তা দেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে বড় ধরনের বিপদ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের প্রয়োজন ঐক্য, সচেতনতা এবং সংগ্রাম। বৃহস্পতিবার ৩৬ জুলাই শহীদ, আহত ও পঙ্গুদের পরিবারের সদস্যদের সম্মানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থা কখনোই মানুষের উন্নতি, অগ্রগতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথে সহায়ক হতে পারে না। তাই আমাদের দায়িত্ব, আমাদের দেশের জনগণকে একত্রিত করে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো।
তিনি আরো বলেন, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে, আমরা কখনোই আমাদের স্বাধীনতা এবং অধিকারকে হরণ হতে দিবো না। সেই লক্ষ্য অর্জন করতে, রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষাবিদ, এবং সাধারণ জনগণ একসাথে কাজ করলে, স্বৈরাচারী শক্তি কখনোই আমাদের সমাজের উপরে প্রভাব ফেলতে সক্ষম হবে না। স্বৈরাচারের কোনো উত্থান হতে দেব না এবং আমাদের জাতির গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন। আহতদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নুর হোসেন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ লিটন প্রমুখ। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আবু বকর ছিদ্দিক, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, জামায়াত নেতা আমান উল্লাহ আমান, মাওলানা অধ্যাপক আবুল কালাম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মাওলান রবিউল হোসেন প্রমুখ।