নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করেছিলেন চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক।
গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক এর মনোনয়ন পত্র বাতিলাদেশের বিরুদ্ধে দায়ের করা আপীলের শুনানি শেষে নামন্জুর করেছে নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। তিনি জানিয়েছেন আপীলটি যথাযথ নিয়মে দায়ের করা হয়েছে এবং তাতে বিস্তারিত ভাবে সাংবিধানিক ও আইনি যুক্তিতর্ক উত্থাপন করা হয়েছে। তথাপি নির্বাচন কমিশন (সোমবার) আপীলটি নামন্জুর করেছে।
তিনি বলেন, আমরা আশা করেছিলাম রিটার্নিং কর্মকর্তার আদেশটি নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হবে, এবং আমাদের ক্লায়েন্ট এর প্রার্থীতা বহাল হবে, কারণ এ আদেশটি সংবিধান এবং আরপিও এর সংশ্লিষ্ট অনুচ্ছেদের ভুল ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত। বিতর্কিত মনোনয়নপত্র বাতিলাদেশটি বৈষম্যমূলকও বটে। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থী বিদেশী নাগরিকত্ব সমর্পন করার আবেদন করেই মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং সেসব বাতিল হয়নি।
অতএব, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে এ প্রার্থীর প্রতিও ন্যায়বিচার ও সমান আচরণ করবে বলে আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য নির্বাচন কমিশন একই ভুল করেছে, সংবিধান ও আইনের সংশ্লিষ্ট বিধানগুলোর কেবল আক্ষরিক ব্যাখ্যায় সীমাবদ্ধ থেকেছে।
আমরা বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করবো। সকলকে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।