বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে মন্তব্য করে মিন্টু বলেন, বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী। এ কারণে বিএনপি অনেক আগেই ৩১ দফা কর্মসূচি দিয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দিবে। তিনি বলেন, দেশের জনগণের সার্বিক খোঁজখবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা দিয়েই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তিনি বলেন, বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে গড়ে তোলা হবে। মিন্টু বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও এই ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।