বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মেট্রো সদর থানা শাখার উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি আয়োজন করা হয় বিগত জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের স্মরণে।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর গাজীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদ এবং বায়তুন নূর জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবারের প্যাকেট এবং বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, থানা সেক্রেটারি মোঃ রবিউল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ খালিদ হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, জুলাই আন্দোলনের আত্মত্যাগের চেতনা স্মরণে এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চায় সংগঠন। তারা দেশের চলমান বৈষম্য, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।